স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থার “এনডিং সেক্স এক্সপ্লোইটেশন অফ চিলড্রেন ইন বাংলাদেশ’’ প্রকল্পের আওতায় ৬৯টি প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
৪ এপ্রিল বৃহস্পতিবার শহরের গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামের নিজস্ব কার্যালয়ে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম।
উদ্বোধনী বক্তব্যে শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল জানান, শাপলা মহিলা সংস্থা ২৪ বছর ধরে এই সুবিধা বঞ্চিত শিশু ও তাদের পিতা-মাতাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে আসছে। সুবিধা বঞ্চিত শিশুরা যেন লেখাপড়া করে শিক্ষিত হয়ে সমাজের মূল ধারায় ফিরতে পারে এজন্য আজকে তাদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। আগামীতে উপস্থিত শিক্ষার্থীরা আরও ভালোভাবে পড়াশুনা করার জন্য বিশেষভাবে উৎসাহ প্রদান করার জন্য এ বিতরণ ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম জানান, শাপলা মহিলা সংস্থার সুবিধা বঞ্চিত পিতামাতা ও শিশুদের কার্যক্রম অত্যন্ত প্রশংসার যোগ্য। উপস্থিত শিশুরা যেন কখনো তাদেরকে ছোট মনে না করে, কারণ প্রত্যেক শিশুরই সমান অধিকার আছে তারা যেন ভালোভাবে পড়াশুনা করে কেউ গায়ক, খেলোয়ার, ডাক্তার ও ইঞ্জিনিয়ার হতে পারে।
এছাড়াও আরও বক্তব্য রাখেন ডেপুটি ডিরেক্টর শাপলা মহিলা সংস্থার শ্যামল প্রকাশ অধিকারী। পরে উপস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেনসিল, ছাতা, স্কুল-ব্যাগ, ক্যালকুলেটর, জ্যামিতি বক্স এবং গাইড বুক।
শিক্ষার্থীরা শিক্ষা উপকরণ পেয়ে অত্যন্ত আনন্দিত ছিল এবং তারা শাপলা মহিলা সংস্থা ও দাতা সংস্থা ফ্রিডম ফান্ডকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার মেয়ে শিশুদের শিশু হোম পরিদর্শন করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available