• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২০:৩৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২০:৩৮ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় অভিযান, ১১ আইফোনসহ কোটি টাকা উদ্ধার

৪ নভেম্বর ২০২৪ দুপুর ০২:২৮:২৭

উত্তরায় অতিরিক্ত সচিবের বাসায় অভিযান, ১১ আইফোনসহ কোটি টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার উত্তরায় পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে তার বাসা থেকে এক কোটি টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে।

৩ নভেম্বর রোববার দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। ৪ নভেম্বর সোমবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলে থানায় গ্রেপ্তার আছেন। রোববার রাতে পিতা পুত্রকে বাসায় অবস্থানকালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি।

থানা সূত্রে জানা যায়, রোববার রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে বাসা থেকে নগদ ১ কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশ কিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং বিভিন্ন ব্র্যান্ডের দামি ঘড়ি জব্দ করা হয়।

প্রায় সাড়ে ৪ ঘণ্টার অভিযান শেষে পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেপ্তার করা হয়। ২০২০ সালে পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি আসছে
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৫৩:২৯