• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৪:৩২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:২৪:৩২ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লালমনিরহাটে আনসার সদস্যদের সঙ্গে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

৮ আগস্ট ২০২৪ সকাল ১১:১২:০৭

লালমনিরহাটে আনসার সদস্যদের সঙ্গে ট্রাফিকের দায়িত্বে শিক্ষার্থীরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার ২০টি পয়েন্টে ১০০ জন আনসার ভিডিপি সদস্যদের সঙ্গে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ৭ আগস্ট বুধবার জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ট্র্যাফিক পুলিশের ভূমিকায় সড়কে কাজ করছেন তারা।

আওয়ামী লীগ সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। আতঙ্কে পুলিশ সদস্যরা থানাতে যাচ্ছেন না। এমন সময় দুই একজন আনসার সদস্যের সাথে আট দশজন করে শিক্ষার্থী ট্র্যাফিক নিয়ন্ত্রণে সড়কে নামে। জেলা শহরের মিশন মোড়, গোশালা বাজার, বিডিআর গেটসহ বিভিন্ন জায়গায় ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছেন শিক্ষার্থীরা। তার নির্দেশনায় সড়কে গাড়ি শৃঙ্খলা মেনে চলছে। যাতে যানজট না হয় এজন্য গাড়ি চালকদের বোঝাচ্ছেন শিক্ষার্থীরা। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতার কাজে করতে দেখা গেছে তাদের।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, সড়কে ট্র্যাফিক পুলিশ না থাকায় মোড়ে মোড়ে যানজট ও বিশৃঙ্খলা হচ্ছে। তাই আনসার সদস্যদের সাথে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালনে তারা রাস্তায় নেমেছেন। অটোচালক মজিদুল জানান, ট্র্যাফিক পুলিশ না থাকায় সড়কে যানজট লাগতে পারে, তাই শিক্ষার্থীরা ভাল ভূমিকা পালন করছে। এতে আমরা খুশি।

লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মশিউর রহমান জানান, রাস্তায় ট্র্যাফিক পুলিশ নাই। সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছিল। তাই আমরা ট্র্যাফিক পুলিশের ভূমিকা পালন করছি। সকাল থেকেই এখানে দায়িত্ব পালন করছি। আমার সাথে আমাদের সহপাঠীরাও কাজ করছে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফ হোসেন জানান, দেশের সরকার এখনও গঠন হয়নি। তাই আমরা সাধারণ ছাত্ররা রাজপথ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশের দায়িত্ব পালন করে যাচ্ছি।

এ ব্যাপারে আনসার ভিডিপি লালমনিরহাট জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান জানান, জেলার ট্র্যাফিক ব্যবস্থা সচল রাখতে ২০টি পয়েন্টে ১০০ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও নিরাপত্তা জোরদারে আনসার সদস্যরা কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭



এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে সিটি গ্রুপ
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:২০:৩০