কামরুজ্জামান ডলার, বরিশাল প্রতিনিধি: আগাম শীতকালীন সবজি চাষে সফলতা পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের সবজি চাষী মো. মজিবুর রহমান বিপ্লব। তার মোট চাষকারা ২০ শতাংশ জমিতে আগাম শীতকালীন সবজির মধ্যে এবছড় বাম্পার ফলন হয়েছে টমেটোর।
বিপ্লবের একক ফল প্রদর্শনীতে দেখা যায়, গোল্ডেন আট পেয়ারা বাগানের এক জমিতেই চাষাবাদ হয়েছে ৭ ধরনের ফসল। এরমধ্যে ২০ শতাংশ জমিতে রয়েছে গোল্ডেন আট জাতের পেয়ারা। ঐ পেয়ার গাছের সাথে সম্পুরকভাবে চাষ করা হয়েছে আগাম শীতকালীন সবজী । যারমধ্যে রয়েছে লাল শাক, টমেটো, ক্ষিরা, শশা, পেঁপে, লেবু ও সুগন্ধী বোম্বাই মরিচ। বিপ্লবের সবজী বাগানে কাজ করে জীবিকা র্নিবাহ করছেন স্থানীয় ৪ জন বেকার যুবক।
সফল কৃষক মজিবুর রহমান বিপ্লব বলেন, এবছর আগাম শীতকালীন সবজি চাষ করে আমি সফলতা পেয়েছি। কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শ পেলে আগামীতে এর পরিধি আরও বৃদ্ধি করতে চাই। চাষ করতে চাই নতুন নতুন ধরনের ফল, ফসল ও সবজি।
শুধু বিপ্লবই নয় যেকোন চাষীকে উপজেলা কৃষি অফিস থেকে সাধ্যমতো সহযোগিতা ও পরামর্শ দেওয়ার হচ্ছে বলে জানিয়েছেন উপজেলার সহকারী কৃষি কর্মকর্তা মিঠুন বণিক। আগাম শীতকালীন সবজি চাষ করে ব্যাপক সফলতা পাওয়ার কথা জানিয়েছেন বরিশাল গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেকেন্দার শেখ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ১ ইঞ্চি জমিও যেনো অনাবাদি না থাকে। সে লক্ষ্য নিয়েই নতুন নতুন চাষী তৈরি করতে কাজ করে যাচ্ছে কৃষি অধিদফতর। কৃষকদের কৃষি অফিস থেকে সাধ্যমতো সহযোগিতার পাশাপাশি মাঠপর্যায়ে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তারা প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে থাকেন। ফলশ্রুতিতে এবার উপজেলার ৫ হেক্টর জমিতে আগাম টমেটো চাষ করা হয়েছে। পাশাপাশি শীতকালীন সবজির চাষও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
সবজি চাষে এমন নিরব বিপ্লবের ব্যাপারে কথা হয় বরিশালের মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সাথে। তিনি বলেন, সফল কৃষক মজিবুর রহমান বিপ্লবের দৃশ্যমান সফলতায় আমরা অনেক আনন্দিত। আমি আশা প্রকাশ করি আগামী দিনে আমাদের মাহিলাড়া ইউনিয়নে বিপ্লবের মতো আরও অনেক তরুন সবজি চাষী আগ্রহী হয়ে উঠবে। বৃদ্ধি পাবে আমাদের সবজি উৎপাদন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available