নিজস্ব প্রতিবেদক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি) এর ২০২৭-২০৩০ মেয়াদকালের জন্য কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মে নেতৃত্বের পদে অধিষ্ঠিত হয়েছেন।
১৫ অক্টোবর মঙ্গলবার বেইজিং কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ (আইএইউপি) এর সাধারণ পরিষদের সভায় এ ঘোষণা দেয়া হয়।
নবনির্বাচিত নেতৃত্বের দলে আরও রয়েছেন সিয়াস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (চীন) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. শন চেন ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস’ এর ২০২৭-২০৩০ মেয়াদে সভাপতি এবং তানিওকা গাকুয়েন এডুকেশন ফাউন্ডেশন (জাপান) এর ভাইস চ্যান্সেলর তাতসুরো তানিওকা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের সভাপতিদের প্রতিনিধিদের সাথে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকাসহ ৫৩টি দেশের প্রায় ৭০০ জন অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেন।
বিদায়ী সভাপতি মেক্সিকোর সিইটিওয়াইএস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ড. ফার্নান্দো লিওন-গার্সিয়া নবনির্বাচিত কর্মকর্তাদের উষ্ণ স্বাগত জানান।
আইএইউপি একটি নেতৃস্থানীয় বিশ্বব্যাপী সংস্থা, যার প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয়ের নেতাদের মধ্যে জ্ঞানের আদান-প্রদান, সর্বোত্তম অনুশীলন এবং সহযোগিতার প্রচারে এ সংস্থা নিবেদিত। সংস্থাটি বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সিনিয়র নেতাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ শিক্ষার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available