বাগেরহাট প্রতিনিধি: জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেছেন, এমন নির্বাচন চাই, যেখানে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবে । এমন বাংলাদেশ আমরা চাই না, ভোটের দিন ছাত্রলীগ যুবলীগ পুলিশ পথে বাঁধা দিয়ে বলবে- বাড়ি যাও ভোট হয়ে গেছে, দিনের ভোট রাতে হবে বা বেল্ট বাক্স চুরি হবে ।
২৪ আগস্ট শনিবার বাগেরহাট শহরের দশানী মোড় এলাকায় দোয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণ ও বাগেরহাটের পাঁচজন শহিদের পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
অধ্যাপক মিয়া মোহাম্মাদ গোলাম পরোয়ার বলেন, হাসিনার পুলিশের গুলির সামনে নারী শিশু ছাত্র ছাত্রীরাসহ সাধারণ জনগণ জীবন বাজি রেখে বুক পেতে দিয়েছে, এটা যেন একটি অন্যরকম বাংলাদেশের ছবি। শিক্ষার্থীদের এ আত্মদানের নতুন বাংলাদেশ হবে একটি সুন্দর বাংলাদেশ।
তিনি আরও বলেন, বাংলাদেশের কোন মন্দিরে কোন হিন্দুর বাড়ি ঘরে জামায়াত শিবিরের কোন নেতাকর্মীরা হামলা ভাঙচুর করেনি, বরং তাদের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছে আমার নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষজন। ছাত্রদের রক্তের বিনিময়ে গণঅভ্যূথানে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এখন দেশে একটি অর্ন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা জামায়াতে ইসলামি এই সরকারকে কথা দিয়েছি নতুন করে রাষ্ট্র বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে।
দোয়া অনুষ্ঠানে জামায়াতে ইসলামির সেক্রেটারি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ৫ আগস্ট বিকালে ভারতে পালিয়ে যাবার পর দেশে যে আগুন সন্ত্রাস, দখলসহ সংখ্যলঘুদের ধর্মীয় প্রতিষ্ঠান বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টির পিছনে আওয়ামী লীগের সন্ত্রাসীরাই জড়িত।
বাগেরহাট জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা রেজাউল কমিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি আব্দুল খালেক, খুলনা মহানগরীর সাবেক আমির কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা মহানগরীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, বাগেরহাট জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মশিউর রহমান, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শেখ মো. ইউনুস আলী, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফ প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available