স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর নিটিং মালিক অ্যাসোসিয়েশনের চার সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একতা নিট ফেবিক্সের চেয়ারম্যান মো. রায়হান উদ্দিনকে সভাপতি ও সালিম নিট ফেবিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
২৫ আগস্ট রোববার দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে এক আলোচনা সভা শেষে অন্যান্য সকল নিটিং মালিকদের সর্ব সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আরশ নিট ফেবিক্সের এমডি ইঞ্জিনিয়ার মেহেদি হাসান রিয়াদ ও সাংগঠনিক সম্পাদক গালিব নিটের এমডি আনোয়ার হোসেন। এ সময় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নতুন কমিটির সদস্যরা।
সভাপতি সাধারণ সম্পাদক বলেন, আমরা সম্মিলিতভাবে নিটিং মালিক উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা সমাধান করব ও নিটিং ব্যবসায় বিভিন্ন উদ্যোক্তাদের সামনের দিকে অগ্রসর হওয়ার আহ্বানও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available