হাবিপ্রবি প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদ-২০২৪ এ সভাপতি হিসাবে মো. গোলাম ফাহিমুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে মো. তানভীর হোসাইন নির্বাচিত হয়েছেন।
৩১ আগস্ট শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অবস্থিত হাবিপ্রবিসাসের কার্যালয়ে আগামী ১ বছরের জন্য নবিনির্বাচিত কমিটির এই ফলফল ঘোষণা করা হয়। এর আগে বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সমিতির সদস্যরা ভোট প্রদান করেন।
হাবিপ্রবিসাসের নবনির্বাচিত সভাপতি মো. গোলাম ফাহিমুল্লাহ দৈনিক যায়যায়দিন পত্রিকার হাবিপ্রবি প্রতিনিধি হিসেবে কাজ করছেন । সাধারণ সম্পাদক তানভীর হোসাইন টিভি চ্যানেল বাংলাভিশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন।
২০২৪ সালের কার্যনির্বাহী পরিষদের অন্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আবু রিয়া রানি মোদক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমার সংবাদ’র মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভি’র রাহাত হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক ঢাকা টাইমসের মো. রাফিউল হুদা, অর্থ সম্পাদক পদে দৈনিক ভোরের বাণীর মো. আওলাদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ই-সময়’র তালহা হাসান।
এছাড়াও কার্যকরী সদস্য পদে জনতার বার্তা কামরুল হাসান, দৈনিক বাংলাদেশের চিত্র'র হায়দার আলী এবং আলোর সংবাদের সিনথিয়া রহমান সানু। এগারো সদস্যের এই কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় হাবিপ্রবি সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available