• ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫২:১৯ (04-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ২০শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:৫২:১৯ (04-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

ডিআইইউ ইংলিশ ক্লাবের নেতৃত্বে মামুন-আলিফ

১৬ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:৩৪:৪৫

ডিআইইউ ইংলিশ ক্লাবের নেতৃত্বে মামুন-আলিফ

ডিআইইউ প্রতিনিধি: অনেক জল্পনা কল্পনার পর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) দি ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও সানজিদ হোসেন আলিফকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

১৫ অক্টোবর মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কমিটি যাত্রা শুরু করে। এতে ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদকে প্রধান উপদেষ্টা, সিনিয়র মডারেটর প্রভাষক অর্ক হালদার, মডারেটর প্রভাষক মো. ফজলে রাব্বি, মডারেটর প্রভাষক তাসনিম জেরিন, মডারেটর প্রভাষক মো. শাহরিয়ার মাহমুদ রাকিব ও মডারেটর হিসেবে রয়েছেন প্রভাষক মাহিমা আক্তার অদ্রিতা।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম সাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ সাদিক চৌধুরি, সাংগঠনিক সম্পাদক শিশির বিশ্বাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাদিয়া মোস্তাফা মৌসি, কোষাধ্যক্ষ রিফাত রহমান, অর্থ সচিব সাদিয়া আহমেদ ইলমা, দপ্তর সম্পাদক শাহরিয়ার শাজন, যুগ্ম দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক আবদুল্লাহ মাহমুদ, গণমাধ্যম ও প্রচার সম্পাদক মারুফা আক্তার, যুগ্ম প্রচার সম্পাদক রাইমা তানজিম, ক্রিয়া সম্পাদক আরমান আলী, যুগ্ম ক্রিয়া সম্পাদক সাবু আহমেদ, যুগ্ম ক্রিয়া সম্পাদক রায়হান উদ্দিন, যুগ্ম ক্রিয়া সম্পাদক নাঈম ইসলাম, আইটি সচিব মো. শিহাব হাসান নাঈম, সাংস্কৃতিক সম্পাদক শর্মিষ্ঠা সরকার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক আতিয়া ইবনাত ইতু, বিতর্ক সম্পাদক তামান্না ফেরদৌস ও যুগ্ম বিতর্ক সম্পাদক মাজিদা খাতুন।

ডিআইইউ দি ইংলিশ ক্লাব সম্পর্কে জানতে চাইলে সাধারণ সম্পাদক সানজিদ হোসেন আলিফ বলেন, ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য এক বড় সম্মানের বিষয়।

আমাদের ক্লাব এমন একটি মঞ্চ হবে যেখানে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাশক্তিকে কাজে লাগাতে পারবে এবং একে অপরের সাথে জ্ঞান বিনিময় করতে পারবে। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, একত্রে কাজ করার মাধ্যমে আমরা ক্লাবকে আরও উন্নত করতে পারবো এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণাদায়ক পরিবেশ তৈরি করবো।

ক্লাবের বিষয়ে জানতে চাইলে সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ইংলিশ ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়াটা আমার জন্য একটি বিশেষ সম্মানের। আমরা অ্যাকাডেমিক পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের জন্য নানান ধরনের সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করবো, যা তাদের মননশীলতা, সৃজনশীলতা এবং নেতৃত্বদানের ক্ষমতা বৃদ্ধি করবে।

আমাদের ক্লাব নিয়মিতভাবে ভাষাগত কর্মশালা, বিতর্ক প্রতিযোগিতা, সাহিত্যিক অনুষ্ঠান, নাটক, খেলাধুলা এবং সেমিনার আয়োজন করবে। আমার আশা, আমাদের ক্লাবের সকল সদস্যের সহায়তায় আমরা একসঙ্গে এই ক্লাবকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইউটিউবে আরশ-তিশার ‘আহত ভালবাসার ঘ্রাণ’
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৪০:৪৯





নিয়োগ দিচ্ছে স্যামসাং, কর্মস্থল ঢাকায়
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৪৪:০৫


নিয়োগ দিচ্ছে ভিভো, আবেদন করুন দ্রুত
৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ০১:৩৮:৫৭