• ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:০৭:৩১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২২শে চৈত্র ১৪৩১ সকাল ০৯:০৭:৩১ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিইউএফটি’র ২য় সমাবর্তন অনুষ্ঠিত

৯ ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৪৪:০৯

বিইউএফটি’র ২য় সমাবর্তন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর ২য় সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি ও বিইউএফটি’র চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা  আদিলুর রহমান খান সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন।

ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি কিহাক সাং সমাবর্তন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান  ফারুক হাসান এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম থেকে উত্তীর্ণ মোট ২,৭৩১ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। সর্বোচ্চ সিজিপিএ অর্জনের ভিত্তিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৭ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চ্যান্সেলর'স গোল্ড মেডেল অর্জন করেন। এছাড়াও, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন এবং অ্যাপারেল স্টাডিজ অনুষদের ১ জন শিক্ষার্থী চেয়ারম্যান'স গোল্ড মেডেল অর্জন করেন। ভাইস চ্যান্সেলর'স গোল্ড মেডেল পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অনুষদের ৪ জন, অ্যাপারেল স্টাডিজ অনুষদের ৩ জন, ফ্যাশন স্টাডিজ অনুষদের ২ জন এবং বিজনেস স্টাডিজ অনুষদের ২ জন শিক্ষার্থী। ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারিয়া আফরিন ভ্যালেডিক্টরিয়ানের বক্তব্য প্রদান করেন।

অব ট্রাস্টিজের সদস্য যথাক্রমে মো. মশিউল আজম (সজল) এবং মোহাম্মদ নাছির বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক  মুহাম্মদ ইমতিয়াজ। এছাড়াও শিল্পপতি সালাউদ্দিন চৌধুরী ও মাকসুদা চৌধুরীসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকগণও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
৫ এপ্রিল ২০২৫ সকাল ০৭:৪৬:১২







সরিষাবাড়ীয় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
৪ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৫১:৫৬