ব্রাহ্মণবাড়িয়া (দক্ষিণ) প্রতিনিধি: বাংলাদেশের মানুষ যাতে ভালো না থাকে সেজন্য ভারত বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এসব চলতে থাকলে ব্রাহ্মণবাড়িয়ার সড়ক দিয়ে ভারতীয় গাড়ি চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
৭ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি দেন সেলিম ভূঁইয়া।
বিএনপির এই নেতা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে যে করিডোর সড়ক করা হয়েছে, তা দিয়ে ভারতীয় গাড়ি চলতে দেওয়া হবে না। বিগত ১৫ বছরে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সকল চুক্তি বাতিল করার দাবি জানাচ্ছি। কারণ, দেশের মানুষ ভারতের প্রভূত্ব মেনে নেবে না।’
প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে সেলিম ভূঁইয়া বলেন, ‘রাষ্ট্র কাঠামোর সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। যার মাধ্যমেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ।’
সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম চৌধুরী লিটনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রুমা ও মো. আলমগীর হোসেন। রুমা পেয়েছেন ৪০৪ ভোট ও আলমগীর ৫১০ ভোট। এই সম্মেলনে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে মিছিল নিয়ে অংশ নেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available