• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:৩৯:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে সরকারি চালসহ ২ জন গ্রেফতার

২১ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৩:১৫:৪২

জয়পুরহাটে সরকারি চালসহ ২ জন গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর অবৈধভাবে মজুদ করা ১৫৫ মণ (৬ হাজার ২০০ কেজি) সরকারি চাল উদ্ধারসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবসহ ৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

২০ সেপ্টেম্বর শুক্রবার বিকেল পাঁচটার দিকে র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর বাজার থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার তিলকপুর ভাটকুড়ি গ্রামের বাসিন্দা রিতুল দাস (৫০) ও সাজেদুর রহমান (৫২)। ঘটনার সাথে জড়িত রয়েছে জেলার তিলকপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম মাহামুদ সজল (৫০), ইউপি সচিব সাজেদুল ইসলাম (৪৪), ইউপি সদস্য মামুনুর রসিদ পিন্টু (৫২) ও বাদশা আলম (৫৫) সহ অন্যরা।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা চাল অবৈধভাবে মজুত করতেন তিলকপুর বাজারের ব্যবসায়ী রিতুল ও সাজেদুর। খাদ্য অধিদপ্তরের সিলমোহর করা সরকারি বস্তা পাল্টিয়ে ফিডের বস্তায় রাখতেন। পরে সেসব চাল অধিক লাভের আশায় বাজারে বিক্রি করতেন। অভিযানে ১২৪টি (প্রতি বস্তায় ৫০ কেজি) চালের বস্তা জব্দ করা হয়েছে। এসব বস্তায় ১৫৫ মণ চাল ছিল।

জয়পুরহাটের র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক বলেন, চাল উদ্ধার করাসহ দুইজন আসামিকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩