• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৫:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৫:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সুনামগঞ্জে ৩শ’ বস্তা সরকারি সার জব্দ, গ্রেফতার ২

২ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৫২:৩৩

সুনামগঞ্জে ৩শ’ বস্তা সরকারি সার জব্দ, গ্রেফতার ২

সুনামগঞ্জ প্রতিনিধি: সরকারি ভর্তুকির ডিএপি ৩শ’ বস্তা সার বোঝাই ট্রাকসহ ওই ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতাররা হলো- ঝিনাইদহ জেলার সদর উপজেলার পাগলাকানাই (গয়েশপুর) গ্রামের আলী হোসেনের ছেলে ট্রাক চালক আবুল কালাম আজাদ ও চুয়াডাঙ্গা জেলার আলফাডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রামের তৈয়ব আলির ছেলে জুয়েল মিয়া।

১ অক্টোবর মঙ্গলবার জব্দ তালিকা শেষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানায় ট্রাক চালক ও হেলপারকে গ্রেফতারসহ অপর এক জনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। পূর্বে সোমবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিশ্বম্ভরপুর উপজেলা সদরের নির্বাচন অফিসের সামনের সড়কে ওই সার বোঝাই ট্রাক আটক করেন।

খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ সার বোঝাই ট্রাক ও ট্রাকের চালকসহ হেলপারকে তাদের হেফাজতে নেয়। এরপর থানা পুলিশ যাচাই সাপেক্ষে কালোবাজারি চক্রের নিকট চড়া দামে বিক্রির জন্য ওই সারের চালান সড়ক পথে ট্রাক বোঝাই করে তাহিরপুর থেকে সুনামগঞ্জ জেলার বাহিরে নিয়ে যাচ্ছিল। এমন খবর নিশ্চিত হওয়ার পর ৩০০ বস্তা সারসহ ট্রাকটি জব্দ করে এবং ট্রাকের চালাক ও হেলপারকে গ্রেফতার দেখায়।

জব্দ সার ও ট্রাকের মূল্য প্রায় ১৭ লাখ ৮৫ হাজার টাকা। মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করে জানান, বিসিআইসি উৎপাদিত ডিলারের মাধ্যমে কৃষকদের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য সরকারের দেয়া ভর্তুকির ডিএফপি (দানাদার) সার চক্রটি তাহিরপুর থেকে ট্রাক বোঝাই করে সরিয়ে সুনামগঞ্জ জেলার বাহিরে নিয়ে যাচ্ছিল কালোবাজারি চক্রের নিকট চড়া দামে বিক্রয়ের জন্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২