• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১১:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১১:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

তিতুমীর কলেজের একাধিক জেলা কল্যাণের নেতৃত্বে সাবেক-অনিয়মিতরা

১৫ অক্টোবর ২০২৪ সকাল ১১:৫৮:১৯

তিতুমীর কলেজের একাধিক জেলা কল্যাণের নেতৃত্বে সাবেক-অনিয়মিতরা

তিতুমীর কলেজ প্রতিনিধি: তিতুমীর কলেজে বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণের দায়িত্বে নেই নিয়মিত শিক্ষার্থীরা। এছাড়া, বেশ কিছু জেলা ছাত্র কল্যাণে অনিয়মিত শিক্ষার্থীদের হস্তক্ষেপ চেষ্টার অভিযোগও উঠেছে। যা নিয়ে নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ। দীর্ঘদিন ধরে অনুপস্থিত, সাবেক ও অনিয়মিত শিক্ষার্থীরা এসব সংগঠনের নেতৃত্বে থাকলেও, বর্তমান শিক্ষার্থীরা চাইছেন এসব দায়িত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে দেওয়া হোক। যেন সংগঠনের কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা যায়।

পঞ্চগড়, কিশোরগঞ্জ, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল, নেত্রকোনাসহ আরও বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণে সাবেক, অনিয়মিত শিক্ষার্থীদের দায়িত্বে থাকার অভিযোগ রয়েছে। সাবেক কিংবা অনিয়মিত, তিতুমীর কলেজের এমন বেশ কয়েকটি জেলা ছাত্র কল্যাণের দায়িত্বশীলের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। তারা বলছেন, নতুন কমিটি গঠনের মাধ্যমে ছাত্রত্ব আছে এমন শিক্ষার্থীদের ভবিষ্যতে নেতৃত্বে আনা হবে। যাতে সংগঠনগুলো আরও স্বচ্ছভাবে পরিচালিত হয়।

পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণের সভাপতি জাহাঙ্গীর আলম ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, বিগত স্বৈরাচারের আমলে ছাত্রলীগ সবকিছু দখল করে রেখেছিল। শিক্ষার্থীদের কোনো দাবি জানাতে হলেও সেটা ছাত্রলীগের মাধ্যমে করতে হতো। এখন সবকিছু স্বাভাবিক হচ্ছে। সুতরাং আস্তে আস্তে ছাত্রদের হাতেই দায়িত্ব যাবে। খুব শীঘ্রই সকলের সিদ্ধান্তক্রমে একটা নতুন কমিটি গঠন করবো।

২০১৬-১৭ বর্ষের কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণের সভাপতি নাজমুল হক। তিনি বলেন, আমি ২০২২ সালে অনার্স শেষ করেছি। তবে রাজনৈতিক কারণে মাস্টার্সে ভর্তি হতে পারিনি। এখন ভর্তি হবো। আমরা দীর্ঘ সময় ক্যাম্পাসে অনুপস্থিত ছিলাম, এখন আবার ক্যাম্পাসে আসতে পেরেছি। আমরা এক বছর পর আবার নতুন একটি কমিটি দিব। সেখানে ছাত্ররাই থাকবে।
  
তিতুমীর কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণের সভাপতি নোবেল ইসলাম সূর্য বলেন, আমি ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী। আমাদের এই ছাত্রকল্যাণে দায়িত্ব নেয়ার মতো কেউ ছিল না। তাই সবার সম্মতিক্রমে আমি দায়িত্ব নিয়েছি। আমি মনে করি, ছাত্রদের হাতেই ছাত্র কল্যাণের দায়িত্ব থাকা উচিত। আমরা সব কিছু গুছিয়ে আবার নতুন করে কমিটি গঠন করব।

টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের সভাপতি মো. মাসুদ মিয়া। ২০১৬-১৭ বর্ষের এই শিক্ষার্থী বলেন, আমরা আগে কলেজে ঢুকতে পারিনি, তাই মাস্টার্সে ভর্তি হতে পারিনি। এখন মাস্টার্সে অধ্যয়নরত আছি। একাধিক প্রার্থী না থাকার কারণে আমাদের নির্বাচন হয়নি। ছাত্রকল্যাণ পরিষদ গঠন হওয়ার পর ইতোমধ্যে আমরা দুটি অনুষ্ঠান সম্পন্ন করেছি। এক বছর পর আমরা আবার নতুন করে কমিটি গঠন করব।

নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণের সভাপতি সুমন বাশার বলেন, আমি ২০১৬-১৭ সেশনের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। দীর্ঘ সময় রাজনৈতিক কারণে মাস্টার্স পড়তে পারিনি। এখন রানিং আছি। ছাত্রকল্যাণ একটি অরাজনৈতিক সংগঠন, সেখানে যাদের ছাত্রত্ব আছে তাদেরই কমিটিতে থাকা উচিত।

এছাড়া সম্প্রতি বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা গেছে। দাবি উঠেছে, কখনও ক্যাম্পাসে না আসা বয়স্ক ব্যক্তি, শিক্ষার্থী পরিচয়ে মনগড়া কমিটি তৈরি করে নিজেকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করছেন।

তাছাড়াও পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে আহ্বায়ক হয়েছেন ২০১১-১২ বর্ষের সমাজকর্ম বিভাগের মো. ইউসুফ আলী খাঁন ও সদস্য সচিব ২০১৬-১৭ বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. আল আমিন খাঁন।

সাবেক কিংবা অনিয়মিত শিক্ষার্থীদের, ছাত্র কল্যাণের দায়িত্বে থাকা নিয়ে কলেজ প্রশাসনের কারও বক্তব্য পাওয়া যায়নি।

তিতুমীর কলেজে নিয়মিতদের হাতে থাকা জেলা ছাত্র কল্যাণের দায়িত্বশীলরা বলেন, জেলা কল্যাণের দায়িত্ব মূলত নিয়মিত শিক্ষার্থীদের হাতে থাকা উচিত, কারণ তারা প্রতিষ্ঠানের বর্তমান পরিবেশ এবং শিক্ষার্থীদের চাহিদা সম্পর্কে ভালোভাবে অবগত। নিয়মিত শিক্ষার্থীরা কার্যকর নেতৃত্ব দিতে পারে এবং প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকে, যা দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ। অনিয়মিত শিক্ষার্থী বা যাদের ছাত্রত্ব নেই, তাদের দায়িত্ব দেওয়া সঠিক নয়, তবে তারা উপদেষ্টা হিসেবে ভূমিকা পালন করতে পারে। মূল নেতৃত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতেই থাকা উচিত। যাতে কর্মসূচির স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা, জবাবদিহিতা, কার্যকারিতা বজায় থাকে।

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা বলেন, বিগত সময়ে ছাত্রলীগের ক্ষমতা থাকাকালীন একাধিক জেলা কল্যাণ সাবেক, অনিয়মিত শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। যা ব্যাপক অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের জন্ম দিয়েছিল। শিক্ষার্থীরা অভিযোগ করেন, এখন আবার ছাত্রদল পূর্বের ন্যায় দখলদারিত্বের চেষ্টা চালাচ্ছে না তো! তারা সতর্ক করে বলেন, পূর্বের মতো ক্ষমতার অপব্যবহার হলে উন্নয়নের পরিবর্তে ক্ষতি হবে। তাই সকল জেলা কল্যাণের দায়িত্ব নিয়মিত শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে, যাতে সুষ্ঠু ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩