তিতুমীর কলেজ প্রতিনিধি: 'পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা' শিরোনামের নিউজটি সঠিক নয় বলে প্রতিবাদ জানিয়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।
তারা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ২৪ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মহাখালীর আমতলী মোড়ে আমরা কর্মসূচি পালন করি। এরপর ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকের আশ্বাস দেওয়া হলে আমরা শিক্ষার্থীরা কর্মসূচি থেকে সরে আসি।
আন্দোলকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যে’ এর উপদেষ্টা জাহাঙ্গীর সানি বলেন, তীব্র যানজট ও জনদুর্ভোগের আশঙ্কায় ডিসি, গুলশান থানার ওসি সোহেল, বনানী তদন্ত কর্মকর্তা মেহেদীসহ ট্রাফিক এবং গুলশান ও বনানী থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুরোধ জানান। প্রশাসনের সহযোগিতা ও শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি থেকে সরে আসে। এরপর ১০ জনের প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য বলা হয়।
‘তিতুমীর ঐক্যে’ প্ল্যাটফর্মের আরেক উপদেষ্টা গোলাম কিবরিয়া মোয়াজ বলেন, গণমাধ্যমে প্রচারিত 'পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়া' এই সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সচিবালয় থেকে আলোচনার জন্য ডাকার পরে রাজপথ ছেড়েছি, জনগণের তোপের মুখে নয়। এমন ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available