সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকার ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার ১৬৬ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
৭ মে মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে মো. জসীম উদ্দীন ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সহ- সভাপতি পদে মো. শাকিল আহম্মেদ সেতুসহ ৪০জন, সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মো. হুমায়ন কবির সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বঙ্কিম চন্দ্রসহ ৫০ জন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম খাঁনসহ ২৬ জন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কামরুল মাহমুদ, সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. আল আমিন ভুইয়াসহ ৮ জন, প্রচার সম্পাদক পদে মো. আদিল হোসেন দিদার, সহ প্রচার সম্পাদক পদে মো. আল আমিন অন্তরসহ ৩ জন, দফতর সম্পাদক পদে মো. আব্দুল্লাহ, সহ দপ্তর সম্পাদক পদে মো. শাকিল হোসেন ইমরান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মো. দেলোয়ার হোসাইন, সমাজ সেবা সম্পাদক পদে মো. তামিম ইসলাম আদর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. আকবর হোসাইন, পাঠাগার সম্পাদক মো. রুচি মাহমুদ বাধন, ক্রীড়া সম্পাদক পদে মো. আলামিন অন্তর, সহ ক্রীড়া সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক পদে মো. আবির, নাট্য বিষয়ক সম্পাদক পদে মো. জে এন আব্দুল্লাহ, সহ নাট্য বিষয়ক সম্পাদক পদে মো. সাবিয়র রহমান জয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে মো. আল আসি হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক পদে মো. আতিকুর রহমান এবং সদস্য পদে মো. সুমন মিয়াসহ ২১ জন নির্বাচিত হয়েছেন।
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দীর্ঘ ১৭ বছর ধরে তোড়জোড় চললেও কমিটি গঠন করা সম্ভব হয়নি। অবশেষে এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত বছর তিন মাসের জন্য আট সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয় এবং ১০ দিনের মধ্যে আহবায়ক, সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সদস্য সচিবের সমন্বিত স্বাক্ষরে আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রদলের নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু এক বছরের অধিক সময় পেরিয়ে গেলেও তা দেওয়া হয় নি। এরপর গতকাল আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রদল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available