• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৫৩:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:৫৩:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নানা আ‌য়োজনের মধ্যে দি‌য়ে সোকসাস’র প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

১৪ মে ২০২৪ বিকাল ০৩:৫৯:৪২

নানা আ‌য়োজনের মধ্যে দি‌য়ে সোকসাস’র প্রতিষ্ঠাবা‌র্ষিকী পালিত

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)। ১৩ মে সোমবার নানা আ‌য়োজনের মধ্যে দি‌য়ে দিবসটি উদযাপন করা হয়।

বেলা ১২টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু হয়। এরপর একে একে কেক কাটা হয়, আলোচনা সভা অনুষ্ঠিত হয় ও বর্ষসেরা সাংবাদিকদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরুষ্কৃত করার ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক, সাংবাদিক সমিতির উপদেষ্টা সাকিব আল হাসান ও ফেরদৌস সাগর, সভাপতি ইয়াছিন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম, সাংগঠ‌নিক সম্পাদক রা‌সেল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেত্রীবৃন্দ ও নতুন সদস্যগণ।

এদিন সমিতির সদস্যদের মধ্য থেকে বর্ষসেরা সাংবাদিক হিসাবে পাঁচটি ক্যাটাগরিতে সর্বমোট ৮ জনের নাম ঘোষণা করা হয়। ‍‍‘সেরা রিপোর্ট সংগ্রাহক‍’ ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেন সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জাহিদ হাসান এবং ২য় স্থান অর্জন করেন যুগ্ম সাধারণ সম্পাদক লিখন হোসেন। ‍‍‘সেরা রিপোর্টার‍’ ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেন সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ ও ২য় স্থান অর্জন করেন নবীন সদস্য মুহম্মদ রাসেল হাসান।

এছাড়াও ‍‍‘সাহসী সাংবাদিক‍’ নির্বাচিত হয় কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ফরহাদ। ‍‍‘সেরা সংগঠক‍’ ক্যাটাগরিতে নির্বাচিত হয় দফতর সম্পাদক আকবর চৌধুরী এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের সেরা সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম ফরহাদ ও অবন্তিকা সাহা।

আলোচনা সভায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার রাহাত মোড়ল বলেন, ‘সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যেকোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি। সাংবাদিকরা হলো জাতির দর্পণ আর জাতির দর্পণ হিসাবে আপনারা কাজ করে যাবেন এবং আমাদের বিভিন্ন সংবাদ উপহার দিবেন। ’

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক বলেন, ‍‍‘আমরা আপনাদের কাছে সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করি।’

প্রতিষ্ঠার ২য় বর্ষপূর্তি উপলক্ষে সোকসাসের সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, ‘নানান চড়াই-উৎরাই পার হয়ে আজকে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি ৩য় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। ক্যাম্পাস সাংবাদিকতা করা এত সহজ বিষয় নয়। এখানে নানান বিষয়ের উপর খেয়াল রাখতে হয়। বিশেষ করে একজন ছাত্র যখন তার শিক্ষা প্রতিষ্ঠানে সাংবাদিক হয়, তখনই বাঁধে সবচেয়ে বেশি জটিলতা। তখন যেকোনো রিপোর্ট করতে হলে তাকে অনেক ভেবে চিন্তে কাজ করতে হয়। নবীনদের উদ্দেশ্যে বলবো আপনারা যারা সাংবাদিকতা করতে এসেছেন, যেকোনো রিপোর্ট করার আগে অবশ্যই যাচাই-বাছাই করে নিবেন। বর্তমান সময়ে তথ্য প্রমাণ ছাড়া রিপোর্ট করলে বিপদ হতে পারে। ক্যাম্পাস সাংবাদিকতাকে বলা হয় সাংবাদিকতার প্রাইমারি স্কুল। আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা আপনাদের পরবর্তী সাংবাদিকতা পেশার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কাজে আসবে। যাই হোক আজকের দিনে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, সেই সাথে শুভকামনা প্রিয় সংগঠনের জন্য।’

সোকসাসের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম বলেন, ‍‍‘সাংবাদিক সমিতি বিগত সাময়িকগুলোতে ক্যাম্পাস রিপোর্টিংয়ের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্ববৃন্দ শুরু থেকে আজ অবধি পর্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ঢাকার বিভিন্ন ক্যাম্পাসের মধ্যে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি অনন্য। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ঐতিহ্য ভাবমূর্তি দেশ ও বিদেশের মধ্যে তুলে ধরতে সক্ষম হয়েছে। সোকসাস এই ক্যাম্পাসের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সংকট সমাধানে কাজ করে যাচ্ছে। এই ক্যাম্পাস ছোট হলেও নানা রকম সমস্যায় জর্জরিত। সকল সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সোকসাস যথেষ্ট ভূমিকা রেখেছে, ভবিষ্যৎ এ এই পথ চলা চলমান থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩