• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৫:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:৪৫:৩৭ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

কাশ্মিরে গোলাগুলিতে ভারতীয় ৩ সেনা সদস্য নিহত

৫ আগস্ট ২০২৩ দুপুর ১২:১০:৩৭

কাশ্মিরে গোলাগুলিতে ভারতীয় ৩ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক: সশস্ত্র গোষ্ঠীর হামলায় ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের কুলগাম বিভাগে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন। ৪ আগস্ট শুক্রবার দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর তিন সদস্য নিহত হন।

স্থানীয় পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কাশ্মিরের দক্ষিণভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে জঙ্গিরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ওই অভিযান চালানোর সময় জঙ্গলের ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে তিন সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের।

কাশ্মিরের শ্রীনগরে সেনাবাহিনীর চিনার কর্পস এক টুইট বার্তায় সেনাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, ‘অপারেশন #হালেন কুলগাম। হালান বনাঞ্চলের উঁচু স্থানে জঙ্গিদের অবস্থানের পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট অভিযান চালানো হয়। জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে তিন সেনা আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন। অভিযান অব্যাহত আছে।’

সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের তীব্রতা বৃদ্ধি করা হয়েছে। সূত্র: এনডিটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩