• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১২:২৯:৪৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আখাউড়ায় বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সহায়তা প্রদান

২৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬:৫৮

আখাউড়ায় বন্যার্তদের পুনর্বাসনে সেনাবাহিনীর সহায়তা প্রদান

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে টিন, নগদ অর্থ ও সরিষার বীজ প্রদান করা হয়েছে।

২৯ সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার অস্থায়ী আর্মি ক্যাম্পে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০টি পরিবারকে ৪ বান করে টিন ও সাথে ৪ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান প্রদান করা হয়েছে। এছাড়াও ২০০ পরিবারের মাঝে সরিষার বীজ ও নগদ ১ হাজার টাকা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জিওসি ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কুমিল্লা জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ১০১ পদাতিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রিলিফ বিতরণ শেষ, এখন পুনর্বাসনের চেষ্টা করছি। ইতোমধ্যে ৫৬০টি টিন বিতরণ করা হয়েছে। আরও ২০০ জনকে টিন দেওয়া হবে। প্রতিজনকে ৪ বান টিন ও নগদ ৪ হাজার করে টাকা দিচ্ছি। পরে ধানের চারাও বিতরণ করলাম সেটারও টাইম শেষ। আমরা এখন রবিশস্য বিতরণের চেষ্টা করছি, সেজন্য ১৭ হাজার কেজি রবিশস্য জোগাড় করেছি। তা ১৭ হাজার পরিবারের মধ্যে বিতরণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩