কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার উপজেলার পোমকাড়া গ্রামে অন্যের বাড়িতে ভাঙা ঘরে পলিথিনের বেড়া দিয়ে বসবাস করা নিলুফার পরিবারকে অবশেষে আশ্রায়ন প্রকল্পের ঘর বুঝিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
৩ সেপ্টেম্বর রোববার ‘আমার নিজের যদি আকটা ঘর থাকতো’ শিরোনামে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের । তাৎক্ষণিক দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সহকারী কমিসনার (ভূমি) রায়হানুল ইসলাম এ অসহায় পরিবারটিকে ঘরের ব্যবস্থা করে দেন।
রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিসনার (ভূমি) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওই পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতে ঘড়ের চাবি তুলে দেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই জরাজীর্ণ পরিবেশ থেকে নতুন ঘর পেলেন তারা। এ দিকে নতুন ঘর পেয়ে স্বামী নিয়ে আনন্দে আত্মহারা ৬ সন্তানের জননী নিলুফা।
নিলুফা আক্তার এশিয়ান টিভি অনলাইনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের পর স্থানীয় প্রশাসন তার খোঁজখবর নিয়েছে। কয়েক ঘন্টার মধ্যেই সুবিল ইউনিয়নের বুড়িরপার এলাকায় পূর্বের তৈরীকৃত আশ্রায়ণ প্রকল্পের ঘরে তাদের ঠাই হয়।
তিনি বলেন, নতুন ঘর পেয়ে আমি অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমার থাকার জন্য নতুন ঘর হবে। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি এশিয়ান টিভি অনলাইন ও সাংবাদিকদের আন্তরিক ধন্যবাদ জানান।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, একটি অসহায় পরিবারকে নিয়ে অনলাইনে প্রকাশিত খবরটি জেলা প্রশাসকের নজরে আসলে স্যার ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
এ ছাড়া ঐ পরিবারটি যেন সরকারি সবধরনের সুযোগ-সুবিধা ঠিকমতো পায় তা নিশ্চিত করার নির্দেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available