• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪৮:২৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ রাত ১০:৪৮:২৮ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আবারও সহিংসতার শঙ্কা

২৮ আগস্ট ২০২৪ দুপুর ০১:৫৩:০৪

মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আবারও সহিংসতার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালের মতো আবারও সহিংসতা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। সাম্প্রতিক সহিংসতা থেকে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

২৭ আগস্ট মঙ্গলবার প্রভাবশালী বিশেষজ্ঞ গোষ্ঠীর দুটি প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নতুন করে সহিংসতার ঘটনা ঘটছে। সাম্প্রতিক নিহতদের মধ্যে নারী ও  শিশু রয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকগোষ্ঠী ফরটিফাই রাইটস জানায়, তারা প্রত্যক্ষদর্শীদের যেসব সাক্ষাৎকার নিয়েছে, তাতে এটি স্পষ্ট হয়েছে যে আরাকান আর্মি চলতি মাসে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপরে ড্রোন ও মর্টার হামলা করেছে।

এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে থিংকট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে, অনেক রোহিঙ্গা তাদের ওপর হামলা ও সহিংসতায় বিদ্রোহী গোষ্ঠীকে দায়ী করেছে। এখন তারা পূর্বের চেয়ে খারাপ রয়েছে।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো সহিংসতায় লাখ লাখ রোহিঙ্গা দেশটি থেকে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নেয়। পরে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ এনে মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া।

দেশটির রাখাইনে এখনো প্রায় ছয় লাখ রোহিঙ্গা জাতি গোষ্ঠীর লোক রয়ে গেছে। সেখানে বর্তমানে বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি ও মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। এতে সাম্প্রতিক সহিংসতায় শিশু নারী সহ বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



পাবনায় ২ ভুয়া সেনা কর্মকর্তা আটক
১৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৯:২২





ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক ৪
১৯ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:০৫