• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৪:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩৪:৩৪ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সপ্তাহব্যাপী ট্যাক্সি ধর্মঘট: সহিংসতায় নিহত ৫

৯ আগস্ট ২০২৩ সকাল ০৮:৩৪:০২

দক্ষিণ আফ্রিকায় সপ্তাহব্যাপী ট্যাক্সি ধর্মঘট: সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে গত ৩ আগস্ট থেকে চলমান ট্যাক্সি ধর্মঘটকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিক এবং একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

৯ আগস্ট বুধবার এক প্রতিবেদনে আরও বলা হয়েছে, একই সময়ে লুটপাট, পাথর নিক্ষেপ ও অগ্নিসংযোগের মতো অপরাধে যুক্ত থাকার অভিযোগে ১২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

৮ আগস্ট মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দক্ষিণ আফ্রিকার পুলিশমন্ত্রী ভেকি সেলে কেপটাউন সরকার এবং ট্যাক্সি অপারেটরদের মধ্যে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের মধ্যে ৪০ বছর বয়সী একজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন এবং তাকে গত ৩ আগস্ট বৃহস্পতিবার গুলি করে হত্যা করা হয়। বিক্ষোভে হত্যা এবং সহিংসতার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

দেশটির আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে গত ৩ আগস্ট থেকে ট্যাক্সি চালক ও মালিকদের আহ্বানে এই ধর্মঘট চলছে। ট্যাক্সি চালক ও মালিকরা জানিয়েছেন, ছোটখাটো অপরাধের জন্য তাদের যানবাহনকে টার্গেট করা হচ্ছে এবং জব্দ করা হচ্ছে। সিটবেল্ট না পরা এবং সড়কের জরুরি লেনে অবৈধভাবে গাড়ি চালানোর  মতো অপরাধে অন্যরা ছাড় পেলেও ট্যাক্সি চালকদের জরিমানা করার অভিযোগ এনেছেন তারা।

এই পরিস্থিতিতে কেপটাউন সিটি কর্তৃপক্ষের হাতে আটক মিনিবাস ট্যাক্সিগুলোকে অবিলম্বে মুক্তি দিতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা। তিনি বলেছেন, শহর কর্তৃপক্ষের ব্যবহৃত আইনটি ‘ভুলভাবে কার্যকর এবং প্রয়োগ করা হয়েছে’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩