কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কুয়াকাটা বয়েস ক্লাব। প্রতিবছর কুয়াকাটায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রেখে হাসঁ ধরা ও সাঁতার প্রতিযোগিতার আয়োজনে উচ্ছ্বসিত স্থানীয় ও পর্যটকরা। দিবসটিতে গত দুবছর ধরে ব্যতিক্রমী এ আয়োজন করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
২৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টায় কুয়াকাটা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে এই হাঁস ধরা ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় এই আয়োজনে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, স্থানীয় সাধারণ মানুষসহ অংশগ্রহণ করেন কুয়াকাটা আগত পর্যটকরাও।
কুয়াকাটা বয়েস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম আলমাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক কৌশিক আহমেদ, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওন এর পুলিশ সুপার আনসার উদ্দিন, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন তালুকদার, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, পুকুরে দুটি হাঁস ছেড়ে দেওয়া হয়েছে। সেগুলো ধরার জন্য এক দল যুবক সেই নির্দিষ্ট পুকুরের পানিতে ঝাঁপিয়ে পড়লেন। এসময় পুকুরের চারপাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ করতালির মাধ্যমে প্রতিযোগীদের উৎসাহ দেন। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে অবশেষে হাঁসটি ধরে বিজয় অর্জন করলেন রুমান হোসেন এবং সাঁতার প্রতিযোগিতায় বিজয় অর্জন করেন লিমন নামের এক যুবক।
আয়োজনকারী কুয়াকাটা বয়েস ক্লাবের সাবেক সভাপতি মাসুদ পারভেজ সাগর বলেন, আমাদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে, আস্থা ও বিশ্বাসের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিগত দিনের চলমান যেকোনো সংকটময় মুহূর্তে আমরা স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের পাসে ছিলাম। সেই ধারাবাহিকতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গত বছরের ন্যায় এ বছরও হাসঁ ধরা প্রতিযোগিতা ও সাঁতার প্রতিযোগিতা আয়োজন করেছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটা বয়েস ক্লাবের এই ব্যতিক্রমী আয়োজন নজর কেড়েছে স্থানীয় ও পর্যটকদের। পর্যটন এলাকার মানুষ পর্যটন প্রেমী হবে এটাই বাস্তবতা। আমরা সবাই মিলে এই কুয়াকাটাকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করবো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available