• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩১:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:৩১:২৮ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া প্রতিনিধির উপর হামলা

২০ এপ্রিল ২০২৪ সকাল ০৮:৫৭:০৭

এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া প্রতিনিধির উপর হামলা

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলাদেশ প্রতিনিদিন ও এশিয়ান টেলিভিশনের কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক মিজানুর রহমান।

১৯ এপ্রিল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কৈয়ারবিল মলমচর এলাকায় একটি অসহায় পরিবারের সদস্যদের উপর হামলার একটি ভিডিও সাংবাদিক মিজানুর রহমানের হাতে আসে। এর প্রেক্ষিতে সংবাদ প্রকাশের জন্য ভিডিওটি যাচাই-বাছাই করতে জড়িতদের সাথে ১৮ এপ্রিল বৃহস্পতিবার যোগাযোগ করলে হুমকি দেন ক্ষমতাসীন দলের উপজেলা সভাপতি আওরঙ্গজেব মাতবর। এটিকে ইস্যু করে শুক্রবার পেশাগত দায়িত্ব পালনের সময় তার ক্যামরা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে হামলা চালায় সভাপতির অনুগতরা।

হামলাকারীরা হলেন, উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের নজর আলী মাতবর পাড়ার মৃত আবুল কাশেম মাতবরের তিনপুত্র কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, তার দুই ভাই আজমগীর মাতবর ও মোজাহিদুল ইসলাম সেলিম এবং তাদের পুত্র আরিফ বিন রিনাস, সানজো রাকিব, মো. মোজাহিদ, মো. নিহাল উদ্দিনসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন।

আহত সাংবাদিক মিজানুর রহমান বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় হঠাৎ কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক আব্বাস সিদ্দিকী বলেন, হঠাৎ মিজানুর রহমানের উপর হামলা হচ্ছে দেখে আমরা কয়েকজন মিলে তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো গোলাম কবির বলেন, সাংবাদিকের উপর হামলার বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩