রংপুর ব্যুরো: রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা হাটে ভেজাল গমের ভুষি তৈরি মজুদ ও বসুন্ধরা কোম্পানির নামে ছাপানো বস্তায় বিক্রির হোতা জিয়াউর রহমান জিয়া ও তার বাবা সোলায়মান মন্ডলের নামে কোর্টে মামলা দায়ের করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, চতরা হাটের তুনা-তিশা ট্রেডার্সের নামে জিয়াউর রহমান জিয়া ও তার বাবা মৃত ফকিরের ছেলে সোলাইমান মন্ডল পণ্যের গুনগত মান সনদ (সিএম লাইসেন্স) ছাড়াই বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড ব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে প্রতিষ্ঠিত কোম্পানি বসুন্ধরার নামে নিজের ছাপিয়ে নেয়া বস্তায় বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় এই মামলা দায়ের করা হয়।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ অমান্য করা হয়েছে বলে প্রতীয়মান হওয়ায় সংশ্লিষ্ট দফতরের রংপুর বিভাগীয় কার্যালয়ে দায়িত্বরত ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান গত ১২ জুন চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতে এই অভিযোগ দায়ের করেন।
উল্লেখ্য, চতরা হাট এলাকায় মুদি ব্যবসায়ী ও চতরা মহিলা কলেজের প্রভাষক গিলাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে জিয়াউর রহমান জিয়া মন্ডল দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে সংগৃহীত ধানের গুড়া, চালের গুড়া, সুজি, কাঠের গুড়ার মিশ্রণে চতরা হাটের কাঙ্গুরপাড়া গ্রামের বাসীন্দা আব্দুর রশিদের হাস্ককিং মিলে ভেঙ্গেপশু খাদ্য হিসেবে প্রতিষ্ঠিত বিভিন্ন কোম্পানির নামে প্যাকেটজাত পূর্বক আশপাশের উপজেলায় ও বড় বড় হাটবাজারে খুচরা ও পাইকারি বাজার সৃষ্টি করে শতশত বস্তা ভুষি সরবরাহের মাধ্যমে গত দুবছরেই কোটি টাকার মালিক হয়েছে।
এ ঘটনা বুমেরাং হয়ে যাবার পর পীরগঞ্জসহ আশপাশের উপজেলায় বসুন্ধরা কোম্পানির কোনো ভুষিই কিনছেন না ক্রেতারা। সেই ভেজাল ভুষির সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা এশিয়ান টেলিভিশনের পীরগঞ্জ প্রতিনিধিসহ তিন সাংবাদিকের উপর হামলা চালিয়ে ক্যামেরা মাইক্রোফোন ভাঙচুর করে। এ ঘটনায় সাংবাদিকের আন্দোলনে আক্রমণকারীদের বিরুদ্ধে মামলার পাশাপাশি বিএসটিআই ও ভোক্তা অধিদফতরের লোকজন ভেজাল ভুষি কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available