উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় দৈনিক করোতোয়া পত্রিকার সলঙ্গা প্রতিনিধি ও সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক কোরবান আলীর উপর থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহি ও তার সহযোগীদের বিরুদ্ধে হামলার অভিযোগ পাওয়া গেছে।
৯ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১২টার দিকে সলঙ্গার লুঙ্গিহাটায় গেলে সাংবাদিক কোরবান আলীর উপর হামালা করে সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহী ও তার সহযোগীরা। এ সময় উপস্থিত লোকজন সাংবাদিক কোরবানকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করান।
আহত সাংবাদিক কোরবান আলী বলেন, আমি বাড়ি থেকে আমার মোটর সাইকেল নিয়ে সলঙ্গা বাজেরর লুঙ্গিহাটায় গেলে যুবদল নেতা সেলিম এলাহী ও তার সহযোগীরা আমার উপর অতর্কিত হামলা চালায়। তার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা ছিল না। এ বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেনন বলেও জানান তিনি।
অভিযুক্ত সেলিম এলাহী সলঙ্গা থানার বনবাড়ীয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলী আশরাফের ছেলে ও থানা যুবদলের যুগ্ম-আহবায়ক।
এ বিষয়ে অভিযুক্ত সলঙ্গা থানা যুবদলের যুগ্ম-আহবায়ক সেলিম এলাহীর মুঠোফোনে বার বার কল দিলেও ফোন রিসিভ করেননি।
সলঙ্গা থানা যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম পাপন জানান, ‘বিষয়টা শুনেছি, দুঃখজনক।’ তিনি আরও জানান, ‘তাৎক্ষণিক আমার সদস্য সচিব শাহিন রেজাকে সাংবাদিক কোরবান আলী ও সেলিম এলাহীকে নিয়ে বসে সমাধান করতে বলেছি।’
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম রবিউল ইসলাম জানান, ঘটনাটা শুনেছি, তবে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সাংবাদিক কোরবান আলীর উপর হামলার ঘটনায় প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available