মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জর শিবালয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এসময় ইফতার মাহফিলে আয়োজন করা হয়।
১৯ মার্চ বৃহস্পতিবার বাদ আসর উপজেলা প্রশাসনের উদ্যোগে কনফারেন্স রুমে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল আয়োজন করেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, আমি আপনাদের সহযোগিতায় উপজেলা প্রশাসনকে নতুন ভাবে জনবান্ধন প্রশাসন হিসেবে গড়ে তুলতে চাই।
মতবিনিময় নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-শিবালয় থানা অফিসার ইনচার্জ আবুল কালাম, মানিকগঞ্জ প্রেসক্লাব সদস্য সচিব মো.শাহানুর ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. শাজাহান বিশ্বাস, শিবালয় উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা প্রেসক্লাব আহ্বায়ক কমিটি সদস্য মো. বিএম খোরশেদ, সদস্য ইউসুফ আলী, সম্পাদক অগ্নিবিন্দু আকলম হোসেন, উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধর, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক মোঃ মারুফ হোসেন, সদস্য মো. সায়েদুর রহমান সহ সম্মানিত সম্পাদক ও সদস্য বৃন্দ।ৎ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available