নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা (লাবু)। সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সাদাকালো ডট নিউজের এ কে এম শরীফুল ইসলাম।
৩১ মে শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নিউজ ২৪ এর সিনিয়র রিপোর্টার মুরসালিন হক জুনায়েদ।
নির্বাচনে প্রধান কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভুঁইয়া। অপর নির্বাচন কমিশনার ছিলেন বাংলা নিউজের বিশেষ প্রতিনিধি শামীম খান।
শুক্রবার (৩১ মে) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্টুরেন্টে সংগঠনের ২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন, ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ (বিবিসি বাংলা), জয়েন্ট সেক্রেটারি জাহেদ সেলিম (মাছরাঙা টিভি), অর্গানাইজিং সেক্রেটারি শাহ আলী জয় (নিউজ ২৪ টিভি), ট্রেজারার মাহমুদুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), অফিস সেক্রেটারি আশরাফুল ইসলাম রানা (দ্যা বিজপেস পোস্ট), কমিউনিকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেক্রেটারি ফারুক ভূঁইয়া রবিন (সময় টিভি)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- আরিফুল সাজ্জাত (নিউজ ২৪ টিভি), দেবাশীষ রায় (সময় টিভি) ও মো. মুজাহিরুল হক রুমেন (৭১ টিভি)।
বিদায়ী কমিটির সভাপতি ছিলেন নিউজ ২৪ টেলিভিশনের প্ল্যানিং এডিটর আরিফুল সাজ্জাত ও সেক্রেটারি ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বী।
নতুন কমিটির প্রেসিডেন্ট শামীমা সুলতানা তাকে নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, উন্নত জাতি গঠনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। স্বাস্থ্য, কৃষি কিংবা বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তি নতুন মাত্রা যুক্ত করেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে দেশি বিদেশি বিজ্ঞান প্রযুক্তি ও পরমাণু খাতের বিশেষজ্ঞদের সাথে নেটওয়ার্ক স্থাপন করবে এই সংগঠন। পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে নিশ্চিতে কাজ করবে এআরবি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available