• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৫:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১১:৫৫:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করলে মানুষ উপকৃত হয়: এমপি কামাল

৭ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৩:২৫

সাংবাদিকরা দল-মতের ঊর্ধ্বে থেকে কাজ করলে মানুষ উপকৃত হয়: এমপি কামাল

খুলনা ব্যুরো: খুলনা-৩ আসনের সংসদ সদস্য এসএম কামাল হোসেন বলেছেন, সাংবাদিকরা সকল দল মতের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির স্বার্থে কাজ করলে মানুষ উপকৃত হয়। সেজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে মনোনিবেশ করা উচিত। পেশাজীবী সাংবাদিকদের দ্বারাই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সম্ভব। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনায় সমৃদ্ধ খুলনা প্রেসক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়ন, স্বাধীনতা সাংবাদিক ফোরাম, খুলনা টিভি রিপোর্টারর্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনে পেশাজীবী সাংবাদিকরা কাজ করে। এসব সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। যারা সরকারের কল্যাণ ও জনগণের উন্নয়ন চায় না। যারা সাংবাদিক নয়, অপেশাদার; তাদের একপেশে সংবাদে দেশের ও সমাজের উন্নয়ন বাধাগ্রস্থ করে থাকে। কাজেই সমাজ, দেশ, জাতি ও জনগণের স্বার্থে সকল পেশাজীবী সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে কাজ করতে হবে। যেন এখানে কোন অপেশাদার ব্যক্তি সাংবাদিক সেজে অনুপ্রবেশ করতে না পারে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির আহবায়ক কমিটি, সাংবাদিক নেতৃবৃন্দ ও পেশাজীবী সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময়ে সংসদ সদস্য এসএম কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির আহবায়ক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির সদস্য সচিব মো. বাবুল আক্তার, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান সম্রাট, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মো. হেদায়েত হোসেন মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দে বাপি, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুনীল দাস, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ডিবিসি টিভির ব্যুরো প্রধান মো. আমিরুল ইসলাম ও গাজী টিভির ভ্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেন, দৈনিক দেশ সংযোগের নির্বাহী সম্পাদক আবু নুরাইন খোন্দকার, আনন্দ টিভির ব্যুরো প্রধান ও আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন লিটন, বৈশাখী টিভির ব্যুরো প্রধান শেখ হেদায়েত উল্লাহ, বাংলা টিভির প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, গ্লোবাল টিভির ব্যুরো প্রধান আনিসুর রহমান কবির, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক হাসান আল মামুন, দৈনিক দেশ সংযোগের মো: শহীদুল হাসান, বাংলাদেশ সমাচারের খুলনা ব্যুরো প্রধান আমিরুল ইসলাম বাবু, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার আব্দুল আজিজ, দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার মো. রুহুল আমিন, মোহনা টেলিভিশনের ক্যামেরাপার্সন মাহফুজুর আলম সুমনসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩