• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৪৬:৩৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:৪৬:৩৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

বিজয় দিবস উপলক্ষ্যে তিতুমীর কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৫০:২৭

বিজয় দিবস উপলক্ষ্যে তিতুমীর কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান

তিতুমীর কলেজ, প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ৫৩তম বিজয় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানি মন্ডল  বলেন, মহান বিজয় দিবসে আমার সব শিক্ষকমণ্ডলী, কলেজের কর্মকর্তাসহ সকল শিক্ষার্থীদের অভিনন্দন। ৭১ এর বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদদের সম্মান ও আহতদের সুস্থতা কামনা করেন। সেই সাথে দেশের সকলের প্রতি বৈষম্যবিহীন দেশ গড়ার লক্ষ্য এক হওয়ার আহ্বান জানিয়েছেন।

কলেজ উপাধ্যক্ষ অধ্যপক ড. মিজানুর রহমান বলেন, ৭১ ও ২৪ এ বাংলাদেশ দুটি বিজয় লাভ করেছে। বৈষম্যের কারণে দেশের স্বাধীনতা সেচ্ছাচারিতায় রূপ নেয়। দেশের শিক্ষা ও রাষ্ট্রীয় পর্যায়ে বৈষম্য দেখা যায়। যারা এই বৈষম্য তৈরি করে তারা দুষ্ট প্রকৃতির। তাই তিনি সকলকে স্বাধীনতা ও বৈষম্যের পার্থক্য বুঝার আহ্বান জানিয়েছেন।

সে সময় কয়েকজন শিক্ষার্থী ২৪ এর অভ্যুত্থান নিয়ে বিজয় দিবসে তাদের প্রত্যাশা জানিয়ে বলেন, ৭১ এর বিজয় ছিল নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে। দেশকে এক মার্জিত পরিবর্তন দেওয়ার জন্য। তাই ২৪ শে এসে দেশের সর্বত্র জনগণের প্রত্যাশা’র পরিবর্তন দেখবে নতুন বাংলাদেশ সেই আশাই জ্ঞাপন করছেন তারা। ৭১ ও ২৪ এর গণঅভ্যুত্থান একই সূত্রে গাঁথা কারণ ২টি আন্দোলনেরই মূল প্রেক্ষাপট ছিল বৈষম্যবিহীন নতুন সমাজ।

আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি অধ্যাপক অধ্যক্ষ শিপ্রা রানি মন্ডল। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান। সভাপতি অধ্যাপক এস.এম.কামাল উদ্দীন হায়দারসহ সকল বিভাগের শিক্ষকমণ্ডলী, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১