• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০০:২৯ (15-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩১ ভোর ০৪:০০:২৯ (15-Dec-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

নোবিপ্রবিতে আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

১০ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১২:২৫

নোবিপ্রবিতে আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সাংস্কৃতিক সন্ধ্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ. এফ. এম আরিফুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গির সরকার, নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক, নোবিপ্রবি পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের শাখা কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের প্রমুখ।

নোবিপ্রবি শিক্ষার্থী মো. জানে আলম ও জান্নাতুল ফেরদাউস ইরার সঞ্চালনায় অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা জীবন বাজি রেখে রাজপথে লড়াই করেছে। এর মধ্যে অনেক তাজা প্রাণ ঝরে গেছে স্বৈরাচারের গুলির আঘাতে। শত মায়ের বুক খালি হয়েছে। হাজারও মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এত এত ত্যাগের লক্ষ্য ছিল একটাই-সুন্দর একটি বাংলাদেশ। যেখানে আমরা মুক্তভাবে প্রাণ খুলে নিজেদের অব্যক্ত কথাগুলো নির্ভয়ে প্রকাশ করতে পারব। যে কথাগুলো হবে, ন্যায় ও সত্যের পক্ষে এবং শোষণ, বঞ্চনা, বৈষম্য, ঘুষ, মাদকসহ সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে।

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে প্রাণ হারানো নোয়াখালী অঞ্চলের শহিদদের বাবা-মা ও আহত নোবিপ্রবি শিক্ষার্থী স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ব বিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের আয়োজিত দেয়ালিকা প্রদর্শনী, আহত পরিবারকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের শহিদদের পরিবারবর্গ, আহত শিক্ষার্থীবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভাগের চেয়ারম্যানবৃন্দ, দপ্তর প্রধানবৃন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক এবং দপ্তরসমূহের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:৫৮


ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৭:৫২



জাজিরায় ৮ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:০৫:৩৮


বিসিসিএমইএর বিশেষ সাধারণ সভা
১৪ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:২১:৫৯