• ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৩:৫৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৭ই পৌষ ১৪৩১ রাত ১০:৫৩:৫৭ (21-Dec-2024)
  • - ৩৩° সে:

খেলা

এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কের দায়িত্বে সাকিব

১১ আগস্ট ২০২৩ বিকাল ০৪:০৬:৫৪

এশিয়া কাপ ও বিশ্বকাপে অধিনায়কের দায়িত্বে সাকিব

ক্রীড়া প্রতিবেদক: অলরাউন্ডার সাকিব আল হাসানকে ১১ আগস্ট শুক্রবার আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আসন্ন এশিয়া কাপ এবং বিশ্বকাপেও ততিন দলকে নেতৃত্ব দেবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

ঘড়ের মাঠে আসন্ন নিউজিল্যন্ড সিরিজের পাশাপাশি সাকিব চাইলে লম্বা সময়ে জন্য তাকে ৩ ফরম্যাটেই নেতৃত্ব প্রদানে আগ্রহী বিসিবি।

বিসিবি প্রধান পাপন বলেন, আমি মনে করি সাকিবের জন্য ৩ ফরম্যাটেই অধিনায়কত্ব করা কঠিন হবে। আমরা ওরসাথে কথা বলেই সিদ্ধান্ত নেবো। ও রাজি থাকলে আমরা ৩ তিন ফরম্যাটেই ওকে অধিনায়ক করতে চাই।

৩ আগস্ট বিসিবির সঙ্গে বৈঠক শেষে পাপনের বাসভবনে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল। সেখানে স্বেচ্ছায় অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এ ওপেনার। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে তামিমের এমন সিদ্ধান্তে কিছুটা বিপাকে পড়েছিলো বিসিবি। তবে সে সংকট নিরসনে অবশ্য খুব একটা সময় লাগেনি পাপনের নেতৃত্বাধীন বোর্ডের। তামিম নেতৃত্ব ছাড়ার ঘোষনা দেবার ১ সপ্তাহের মধ্যেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি। বোর্ড আস্থা রাখলো অলরাইন্ডার সাকিব আল হাসানের উপরে।


সাকিব ২০০৯ এ ওয়েস্ট ইন্ডিজ সফরে মাশরাফির সহ-অধিনায়ক ছিলেন । প্রথম টেস্টে ইনজুরি কারনে মাশরাফি খেলতে না পাড়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক হন সাকিব। পরের সিরিজে বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্বেরে দায়িত্ব দেয় ।  

কিন্তু ২০১১ সালে জিম্বাবুয়ে সফরের অধিনায়কত্ব থেকে তাকে সরিয়ে দেয় বিসিবি। এর ৬ বছর পর ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি থেকে অবসর নিলে ফের এ ফরম্যাটে নেতৃত্ব দেন সাকিব। একই বছর তাকে দ্বিতীয়বারের মতো টেস্ট অধিনায়কের দায়িত্বও দেয়া হয়। পরে ২০১৯ এ আইসিসির ১ বছরের নিষেধাজ্ঞায় দ্বিতীয় দফায় নেতৃত্ব হারান সাকিব।

২০২২ এর জুনে ফের টেস্টে নেতৃত্বে ফেরেন সাকিব। পরে দেয়া হয় টি-টোয়েন্টির নেতৃত্বের ভার। তারই ধারাবাহিকতায় এবার পেলেন ওয়ানডের অধিনায়কত্ব। এর মাধ্যমে ১ যুগ পর আবারও ৩ ফরম্যাটে সাকিবের নেতৃত্বে খেলবে বাংলাদেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চাঁদাবাজদের ক্ষমতায় আসতে দেবেন না: হাসনাত
২১ ডিসেম্বর ২০২৪ রাত ০৯:৪২:৪১







সিলেটে ৩ কোটি ২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৫:৪০

মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
২১ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৩:৫৫