আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশি মালিকানাধীন একটি সোনার দোকান উদ্বোধন করেছেন জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল।
রোববার (২০ আগস্ট) দেরা দুবাইয়ের সেরিনা প্লাজায় এনআরআই জুয়েলারি নামে ওই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশের দুই ক্রিকেটার।
এদিন সাকিবরা মঞ্চে উঠার সঙ্গে সঙ্গে ভক্তদের মুখে ‘রিয়াদ রিয়াদ’ বলে স্লোগান শোনা যায়। সম্প্রতি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ দলে রাখা হয়নি। বিষয়টিতে নাখোশ ক্রিকেট ভক্তরা দলের অধিনায়ক সাকিব আল হাসানের সামনে ‘রিয়াদ রিয়াদ’ বলে স্লোগান দেন। তবে তা কানে নেননি এ দুই ক্রিকেট তারকা।
এশিয়া কাপ সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন রাখলেও বিশ্বসেরা এই অলরাউন্ডার সাকিব আল হাসান এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি স্বর্ণ ব্যবসায় জড়িত নন বলেও জানান। তবে সাকিব তার বক্তব্যে স্বর্ণ ব্যবসাকে উৎসাহিত করেন। এশিয়া কাপ নিয়ে কোনো মন্তব্য না করলেও দলের জন্য দোয়া কামনা করেন সাকিব আল হাসান।
অনুষ্ঠানে সাকিব ৪০ সেকেন্ড ও আশরাফুল ৫৫ সেকেন্ড বক্তব্য রাখেন। এ সময় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব ইউএই'র সভাপতি শিবলী আল সাদিক ও সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি।
জানা যায়, দুবাই ভিত্তিক এনআরআই জুয়েলারির মালিকানায় রয়েছেন বাংলাদেশের ফেনীর তিন প্রবাসী নজরুল ইসলাম, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ ইব্রাহিম। তাদের নামের প্রথম বর্ণ নিয়েই এনআরআই-এর নাম নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠানের। তাদের মালিকানায় আমিরাতে ৪টি জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available