• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৬:২৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:১৬:২৩ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আওয়ামীরা সাপ হয়ে ছোবল মারতো ওঝা হয়ে ঝাড়তো: মামুনুল হক

১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:৫২:২৮

আওয়ামীরা সাপ হয়ে ছোবল মারতো ওঝা হয়ে ঝাড়তো: মামুনুল হক

টাঙ্গাইল প্রতিনিধি: আওয়ামী লীগের এতো শক্তি ছিল, শেখ হাসিনার পালিত শক্তি সেই লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘুদের উপর হামলা করে কাল নাগিনী হয়ে ছোবল মারতো আবার দিনের আলোতে তারা ওযা হয়ে ঝাড়তে আসতো। এই নাটক আওয়ামী লীগ করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক।

১৪ সেপ্টেম্বর শনিবার সকালে টাঙ্গাইল পৌর উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে নৈরাজ্যবাদ বিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগ মোনাফেক শক্তিকে বাংলাদেশে রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেয়া হবে না। সম্প্রদায়িক সম্প্রীতির যে নজির বাংলাদেশ করেছে এটাকে অব্যাহত রাখতে হবে। দেশের ৯০ ভাগ মুসলিমদের চেতনা, তাদের ধর্মীয় অনুভূতিতে যদি সম্মান জানাতে না পারেন এদেশে কোন দিনও সম্প্রদায়িক সম্প্রীতির অবস্থান ভাল রাখা যাবে না।

তিনি আরও বলেন, ২০২১ সালে ভারতের মোদীতে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের রক্তের সঙ্গে উপহাস করা হয়েছিল তখন হেফাজত ইসলাম প্রতিবাদের প্রেক্ষিতে হেফাজতের প্রায় ২০-৩০ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ৭২ এ সংবিধান করে ৫০ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। এছাড়া গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

জেলা কওমি ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌর বিএনপির সভাপতি মেহেদি হাসান আলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সুরা সদস্য মুফতি আশরাফুজ্জামান, যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ ও মাওলানা আতাউল্লাহ আমিন, জেলা শাখার সভাপতি হাফেজ এনামুল হাসান প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ
২৪ নভেম্বর ২০২৪ সকাল ০৭:৫৪:৫২