• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৬:২১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০২:১৬:২১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মোংলায় বিষধর পদ্ম গোখরা উদ্ধার, ঠাঁই পেল সুন্দরবনে

১২ জুলাই ২০২৪ সকাল ১০:২৪:৩২

মোংলায় বিষধর পদ্ম গোখরা উদ্ধার, ঠাঁই পেল সুন্দরবনে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে মোংলার জয়মনি এলাকা থেকে একটি বিষধর পদ্ম গোখরা বা খৈয়া গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

১১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় মোংলার জয়মনি এলাকার আয়নাল কাজীর পানির ট্যাংকির নিচ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে সাপটিকে।

এ বিষয়ে আয়নাল কাজী বলেন, ‘আমার পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য সরিয়েছিলাম। সরানোর পর দেখা মেলে এই বিষধর সাপটির। সাপ দেখার পর স্থানীয় ফরেস্ট অফিসে খবর পাঠাই। তারা এসে এই বিষধর সাপটিকে উদ্ধার করেন।’

এ বিষয়ে চাঁদপাই স্টেশন কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, ‘ওই বাড়ির মালিক আয়নাল কাজী আমাদের খবর দেন। আর আমাদের  ফরেস্ট রেঞ্জের সিপিজি মো. নান্টু গাজী ও বিটিআরটির সদস্য মো. আব্দুল মালেক এবং আবু সাঈদ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করে আমাদের স্টেশনে নিয়ে আসেন।’  

তিনি আরও বলেন, ‘এই সাপটি বিষধর প্রজাতির পদ্ম গোখরা। এর আরেক নাম হলো খৈয়া গোখরা। এটি ফণা বিশিষ্ট সাপ। এ সাপটি লম্বায় প্রায় ৫ ফুট। এই ধরনের সাপ অযথা কাউকে আক্রমণ করে না। সুন্দরবনের আশপাশের মানুষের কাছে আমাদের আহ্বান থাকবে, কেউ কোথাও কোনো বন্যপ্রাণী কিংবা বিলুপ্ত প্রজাতির প্রাণীর সন্ধান পেলে না মেরে আমাদের জানাবেন। আমরা সেসকল বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করবো। তাতে আমাদের জীববৈচিত্র্য রক্ষা পাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ