জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধানের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
৫ জানুয়ারি রোববার দুপুরে মোজাহার আলী প্রধান ফাউন্ডেশনের উদ্যোগে নুরুজ্জামান রাশেদীয়া দারুল উলূম ক্বওমী মাদ্রাসায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে মোজাহার আলী প্রধানের বড় সন্তান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন- বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ ও জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ মামুন প্রধান।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুরআন শরীফ খতম ও দোয়া মাহফিল শেষে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ করার হয়। প্রতি বছর গরীব ও দু:স্থদের জন্য এরুপ আয়োজন অব্যাহত রাখার কথাও জানান প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজক এই ফাউন্ডেশনটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available