• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৫৭:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৫৭:১২ (22-Nov-2024)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

মাসব্যাপী বিশাল সামরিক মহড়ার উদ্যোগ নিয়েছে ন্যাটো

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:০১:২০

মাসব্যাপী বিশাল সামরিক মহড়ার উদ্যোগ নিয়েছে ন্যাটো

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো আগামী সপ্তাহ থেকে বিশাল এক সামরিক মহড়া করার উদ্যোগ নিয়েছে। মাসব্যাপী এই মহড়ায় অংশ নেবে অন্তত ৯০ হাজার সেনা। সামরিক জোটের শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি এই তথ্য জানিয়েছেন।

১৮ জানুয়ারি বৃহস্পতিবার ক্যাভেলি বলেন, আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই মহড়া পরিচালনা করা হবে। মূলত এটি সামরিক পরিকল্পনা, যার মাধ্যমে যে কোনো হামলা মোকাবিলার প্রস্তুতি নেওয়া হবে।

ন্যাটো জানায়, মহড়ায় অংশ নেবে ৫০টির বেশি বিমানবাহী রণতরী, ৮০টির বেশি জঙ্গি বিমান, হেলিকপ্টার ও ড্রোনসহ অন্তত ১১০০ যুদ্ধযান। যার মধ্যে থাকবে ১৩৩টি ট্যাংক। পাশাপাশি পদাতিক বাহিনীর লড়াইয়ের ৫৩৩টি যুদ্ধযান থাকছে এই মহড়ায়।

ন্যাটো কমান্ডার ক্যাভোলি আরও বলেন, ন্যাটোর আঞ্চলিক পরিকল্পনা বাস্তবায়নে এ মহড়া চলবে। রাশিয়ার হামলার জবাব কীভাবে দেওয়া হবে তা নিয়ে ন্যাটো কয়েকদশক ধরে যে প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করেছে তারই মহড়া এটি।

ন্যাটো বলেছে, ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ ইউরোপের প্রতিরক্ষাকে জোরদার করতে উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য অংশ থেকে দ্রুত সেনাবাহিনী মোতায়েনে ন্যাটোর সক্ষমতা প্রদর্শনের জন্যই এই মহড়া।

ন্যাটোর তথ্যমতে, এই ধরনের মহড়া সর্বশেষ চালানো হয়েছিল ১৯৮৮ সালে স্নায়ুযুদ্ধের সময়। তাতে অংশ নিয়েছিল ১ লাখ ২৫ হাজার সেনা এবং ২০১৮ সালে ট্রাইডেন্ট জাঙ্কচার মহড়ায় অংশ নিয়েছিল ৫০ হাজার সেনা।

এবারের মহড়ায় ন্যাটো সদস্যদেশগুলোর সেনাদের পাশাপাশি সুইডেন থেকেও সেনারা অংশ নেবে। খুব শিগগিরই ন্যাটো জোটে যোগ দিচ্ছে সুইডেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এস্পেয়ার বাংলাদেশের নেতৃত্বে জাফির-রাহাত
২২ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৩৭:২১