লালমনিরহাট প্রতিনিধি: গণমাধ্যমে বিধিবহির্ভূত বক্তব্যের কারণে নেসকো লালমনিরহাটের ( কালীগঞ্জ বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ) নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার আগে এ ঘটনার জন্য তাৎক্ষণিক তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
৩০ আগস্ট নেসকোর উপ-মহাব্যবস্থাপক মো. রহমত উল্লাহ্ আল-ফারুক স্বাক্ষরিত একটি চিঠিতে এ আদেশ দেয়া হয়।
২৯ আগস্ট মঙ্গলবার কালীগঞ্জ নেসকো অফিস ভাংচুরের ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে বিবৃতি দেন। পরে তার বক্তব্য স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে রাকিবুজ্জামান আহমেদ বলেন, নেসকো অফিস ভাংচুরের ঘটনায় প্রকৃতপক্ষে আমি কিছুই জানি না। আর আমার নাম জড়িয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রকাশের তীব্র নিন্দা জানাই। তবে কারা ভাংচুর করেছে, তা তদন্তে খুব শীঘ্রই বের হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available