মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে ৭ হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
১৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে ও কৃষি কর্মকর্তা অনিমেষ বালার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. হেদায়েতুল্লাহ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা বলেন, ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, শীতকালীন পেঁয়াজ, খেসারি, বোরো হাইব্রিড ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে এ সকল বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলায় সূর্যমুখী ৩৫০ জন, সরিষা ১১০০ জন, গম ১০০ জন, খেসারি ৭০ জন, শীতকালীন সবজি ১০০ জন উফশী, শীতকালীন সবজি ( হাইব্রিড) ৩০০ জন ও বোরো হাইব্রিড ৫০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এ প্রণোদনা দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available