• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:৫৪:০৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:৫৪:০৮ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২ নভেম্বর ২০২৩ দুপুর ০১:৪৬:৩২

দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ নভেম্বর রোববার বেলা ১২টা ৪৫ মিনিটে তিনি এই কারখানার উদ্বোধন করেন।

জানা গেছে, নরসিংদীর পলাশে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ পরিবেশবান্ধব ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই কারখানায় বছরে ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। দিনে উৎপাদন হবে ২ হাজার ৮০০ মেট্রিক টন। এর মাধ্যমে ইউরিয়া সার আমদানিতে বছরে দেশের সাশ্রয় হবে প্রায় ৭ হাজার কোটি টাকা।

প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে ১৫ হাজার ৫০০ কোটি টাকা।

প্রধানমন্ত্রী এ সময় কারখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফটোসেশনে অংশগ্রহণ করেন। পরে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

উদ্বোধন শেষে সার কারখানা স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন শেখ হাসিনা। তার আগে সেখানে মনোজ্ঞ ডিসপ্লের মাধ্যমে শিশুর প্রধানমন্ত্রীকে স্বাগত জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ