স্টাফ রির্পোটার, গাজীপুর: বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এর মাধ্যমে পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ফলদ বৃক্ষের চারা এবং গ্রীষ্মকালীন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
২৫ জুন মঙ্গলবার গাজীপুর সদরের ভাওয়াল মির্জাপুর শাখার আওতায় উপকারভোগীদের মাঝে এসব চারা ও বীজ বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এ সময় ১২০০টি ফলদ বৃক্ষের চারা (আম-৬০০টি ও কাঁঠাল ৬০০টি) এবং ৭০০ প্যাকেট গ্রীষ্মকালীন সবজি বীজ (মিষ্টিকুমড়া, চালকুমড়া, শষা, ঢেঁরশ, পুঁইশাক, ও কলমিশাক) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্থার উপ-নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান।
সংস্থা উপ-নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান বলেন, সংস্থাটি কৃষি কর্মসূচির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে কৃষি উন্নয়ন, প্রাণি সম্পদ উন্নয়ন, মৎস্য উন্নয়ন, জৈব সার উৎপাদন এবং কৃষি ও বনায়ন নার্সারী উন্নয়নমূলক কার্যাবলী উপকারভোগীদের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র জোনের জোনাল ম্যানেজার মো. শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মসূচির প্রোগ্রাম সাপোর্ট অফিসার মো. রাসেল মিয়া, মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের শাখা ব্যবস্থাপক মো. শহিদুল ইসলামসহ অত্র শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available