রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মানুষের পারিবারিক জীবনকে ঠেলে দেয় অন্ধকারে। স্বাবলম্বী মানুষ হয়ে যায় অসহায়। নিজের ও পরিবারের সদস্যদের দুঃখ-দুর্দশা সইতে না পেরে সাহায্যের জন্য হাত বাড়ায় অন্যের কাছে। আবার এমনও মানুষ আছে, যারা চক্ষু লজ্জার কারণে কষ্ট বুকে চেপে রেখে পরিবার পরিজনদের নিয়ে অনাহারে দিন কাটান।
এমনি একজন শাহরিয়ার সুজন(২৪)। তিনি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার পশ্চিম রাজীবপুর গ্রামের খোকা মিয়ার ছেলে। শাহরিয়ার সুজন মাত্র তিন মাস আগেও স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতেন। তিনি ছিলেন একজন কলেজ ছাত্র। অন্য সকল বন্ধুদের মতো কলেজে লেখাপড়া করতেন।
কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। তিন মাস পূর্বে মোটর সাইকেল দুর্ঘটনায় তার ঘাড়ের (মেরুদণ্ড) হাড় ভেঙ্গে যায়। ঘাড়ের (মেরুদণ্ড) হাড়ের মূল নার্ভে আঘাত হেনে পুরো শরীর অচল করে ফেলে। পরে তার পরিবারের সদস্যরা সমস্ত কিছু বিক্রি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করার পরও শরীরে শক্তি ফিরে না আসায় দীর্ঘদিন ধরে বিছানায় শুয়ে দিন কাটাচ্ছেন। বিছানায় শুয়ে থাকতে থাকতে তার শরীরের বিভিন্ন জায়গায় পঁচন ধরেছে, যা খুবই মর্মান্তিক। কিন্তু সুজনের পরিবার আর্থিকভাবে অসচ্ছল হওয়ায় এবং চিকিৎসার শুরুতে সমস্ত অর্থ ব্যয় করার কারণে বর্তমানে চিকিৎসার অর্থ যোগান দেওয়া তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।
শারীরিক অবস্থার অবনতির কারণে ডাক্তারের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া জরুরি হয়ে পড়েছে। তাই আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা করাতে না পেরে পরিবারের পক্ষ থেকে সমাজের হৃদয়বান দানশীল ব্যক্তিদের কাছে মানবিক সহায়তার জন্য আবেদন করেছেন।
আপনার আমার সামর্থ্য অনুযায়ী যৎসামান্য মানবিক সাহায্যই সুস্থ করতে পারে শাহরিয়ার সুজনকে । তিনি এবং তার পরিবারের সদস্যরা এলাকার বিত্তশালীসহ দেশবাসীর কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। আসুন আমরা সকলে একটু মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেই শাহরিয়ার সুজনের দিকে। সুস্থ হোক শাহরিয়ার সুজন ।
আর্থিক সহযোগিতা করুন শাহরিয়ার সুজনের বাবার (খোকা মিয়া) নিজস্ব মোবাইল বিকাশ নম্বরে: ০১৯৯২৬২৪১৮৪।
শাহরিয়ার সুজন জানায়, লজ্জায় মানুষের কাছে হাত বাড়াতে পারি না। আপনাদের মাধ্যমে সকলের কাছে আমার অনুরোধ, আমার ও পরিবার সদস্যদের দিকে তাকিয়ে হলেও আমাকে বাঁচান। আপনাদের নিজ নিজ অবস্থান থেকে আমার চিকিৎসার জন্য যতটুকু সম্ভব সহায়তা করুন। আমি যেনো সুস্থ হয়ে অন্য সকলের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available