নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে আনতে কোনো প্রকার চাপ দেওয়া কিংবা সহিংসতার আশঙ্কাসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা।
৪ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ব্রিফিংয়ে তারা এ বিষয়ে জানতে চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং করে নির্বাচন কমিশন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল প্রায় এক ঘণ্টা বিদেশি কূটনীতিকদের ৭ জানুয়ারির বিভিন্ন বিষয়ে ব্রিফিং করেন।
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, ভোটারদের ভোটকেন্দ্র যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে কি না, তা জানতে চেয়েছেন কূটনীতিকরা। তবে আমরা বলেছি, এ ধরনের কোনো চাপ দেওয়া হচ্ছে না। ভোটাররা যেন ভোট দিতে যান, আমাদের সেটাই প্রত্যাশা।
অপর এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনে কেমন অভিযোগ পাওয়া যাচ্ছে, সেটাও কূটনীতিকরা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, এ পর্যন্ত আমরা প্রায় ৬০০ অভিযোগ পেয়েছি। এর মধ্যে ৪০০ অভিযোগ আমলে নিয়েছি। এছাড়া নির্বাচনে সহিংসতা হবে কি না, সেটাও জানতে চেয়েছেন তারা।
নির্বাচন উপলক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূত, হাইকমিশনার, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া, জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, সুইডেন, ইউরোপীয় ইউনিয়নসহ প্রায় ৫০টি দেশ ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার বিদেশি কূটনীতিকদের জন্য এই ব্রিফিং আয়োজনে সহায়তা করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available