• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৬:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:০৬:৩৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

২৬ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৩৫:২২

গাজীপুরে কাভার্ডভ্যান-সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে দাঁড়ানো কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির ধাক্কায় মো. সাইমুন ইসলাম (৩৭) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

২৬ এপ্রিল শুক্রবার ভোর পৌনে ৫টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী বিসিক ৬নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে সাইমুন ইসলাম। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আটক কাভার্ডভ্যান চালক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সোহাগদল গ্রামের মেহেদী হাসানের ছেলে শাওন (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে কোনাবাড়ী এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইল মুখী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালকসহ অপর ৪ যাত্রী গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কোনাবাড়ী মেট্রো থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, কার্ভাড ভ্যান চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩