• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩৪:০৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২১শে অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৮:৩৪:০৬ (05-Dec-2024)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

শুরু হচ্ছে ১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

২ ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৫১:২৫

শুরু হচ্ছে ১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো

নিজস্ব প্রতিবেদক: অগ্নি নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং অগ্নি ঝুঁকি কমানোর লক্ষ্যে বাংলাদেশের সকল অঞ্চলে আধুনিক প্রযুক্তি এবং যন্ত্রপাতি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে আগামী ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ‘১০ম আন্তর্জাতিক ফায়ার সেফটি এবং সিকিউরিটি এক্সপো।

এটি আয়োজন করছে ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব)। প্রদর্শনীটি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এটি তিন দিনব্যাপী উন্মুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে ইসাবের সভাপতি নিয়াজ আলী চিশতি উল্লেখ করেন যে, দেশের অর্থনীতি বাড়ানোর সঙ্গে সঙ্গে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা প্রয়োজন। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং টেকসই অবকাঠামো নির্মাণে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অগ্নি ঝুঁকি কমিয়ে আনার মাধ্যমে দেশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে এই প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ডসমূহের অত্যাধুনিক প্রযুক্তি এবং অগ্নি নিরাপত্তা যন্ত্রপাতি দর্শকদের সামনে তুলে ধরা হবে এই এক্সপোর মাধ্যমে।

ইসাবের সেক্রেটারি জেনারেল জাকির উদ্দিন আহমেদ প্রদর্শনীর বিস্তারিত পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি জানান, এবারের এক্সপোতে অগ্নি নিরাপত্তা এবং সুরক্ষা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন এবং অগ্নিকাণ্ড রোধে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতির প্রদর্শন করা হবে। তার প্রেজেন্টেশনের আগে প্রদর্শনীর একটি প্রমো ভিডিও দেখানো হয়, যা এখন বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এবং ওয়েবসাইটেও উপলব্ধ।

সংবাদ সম্মেলনে ইসাবের সভাপতি এবং সেক্রেটারি জেনারেল ছাড়াও উপস্থিত ছিলেন ইসাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসএম শাহজাহান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদ এ খোদা, প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম, ফেবোয়াব এর প্রেসিডেন্ট ওয়াহিদ উদ্দিন এবং অন্যান্য সম্মানিত পরিচালনা পর্ষদ সদস্যরা।

প্রদর্শনীর সহযোগী সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, এনএফপিএ, বিজিএমইএ, বিকেএমইএ, ফেবওএব, বিটিএমইএ, বিসিসিআই। এই প্রদর্শনীর সার্বিক সহযোগিতা প্রদান করছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু শহীদুল্লাহ নাঈম, সাবেক মহাপরিচালক বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং উপদেষ্টা- এফবিসিসিআই , যিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ-ট্রেজারার রুবেল
৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২০:৪৪