স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় হামলা হয়েছে।
২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মেয়রের বাসার আসবাবপত্র ভাংচুর করে।
এর আগে নগরীর হাউজিং এস্টেট এলাকাস্থ শফিউল আলম চৌধুরী নাদেলের বাসায় বেশ কয়েকজন মিছিল সহকারে বাসার সিসি ক্যামেরা, ল্যাপটপ ভাংচুর করে।
তবে পৃথক দু’টি হামলার ঘটনায় কেউ আহত হয়নি।
জালালাবাদ থানার ওসি হারুনুর রশিদ বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। শুনেছি বিক্ষুব্ধ ছাত্র জনতা এই হামলা চালিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available