• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৫:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৩৫:২০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সিটি কর্পোরেশন

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

১৩ জুন ২০২৩ সকাল ১১:৫৮:৫৫

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর হলেন যারা

খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বেরসকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ১২জুন সোমবার ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে ৩০টি সাধারণ কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন যারা।

নির্বাচিতরা হলেন, ১ নম্বর ওয়ার্ডে শাহাদাত হোসেন মিনা, ২ নম্বর ওয়ার্ডে এস এম মনিরুজ্জামান মুকুল, ৩ নম্বর ওয়ার্ডে আবদুস সালাম মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানী টিপু, ৫ শেখ মোহাম্মদ আলী, ৬ শেখ শামসুদ্দিন আহম্মেদ প্রিন্স, ৭ নম্বরে শেখ খালিদ আহমেদ, ৮ নম্বরে সাহিদুর রহমান, ৯ নম্বরে এস এম মাহফুজুর রহমান লিটন, ১০ নম্বরে শরিফুল ইসলাম প্রিন্স, ১১ নম্বরে নাঈমুল ইসলাম প্রিন্স, ১২ নম্বর ওয়ার্ডে মাস্টার শফিকুল ইসলাম, ১৩ নম্বরে এস এম খুরশিদ আহমেদ টোনা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ১৪ নম্বরে শেখ মফিজুল ইসলাম পলাশ, ১৫ নম্বরে আমিনুল ইসলাম মুন্না, ১৬ নম্বরে হাসান ইফতেখার চালু, ১৭ নম্বরে হাফিজুর রহমান, ১৮ নম্বরে রাজুল হাসান রাজু, ১৯ নম্বরে জাকির হোসেন বিপ্লব, ২০ নম্বরে গাউসুল আযম।

২১ নম্বরে ইমরুল হাসান, ২২ নম্বরে আবুল কালাম আজাদ বিকু, ২৩ নম্বরে ইমাম হাসান চৌধুরী ময়না, ২৪ নম্বরে এ জেড মাহমুদ ডন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ২৫ নম্বরে আলী আকবর টিপু, ২৬ নম্বরে গোলাম মাওলা শানু, ২৭ নম্বরে এস এম রফিউদ্দিন, ২৮ নম্বরে জিয়াউল আহসান টিটো ২৯ নম্বরে ফকির সাইফুল ইসলাম ৩০ নম্বরে এস এম মোজাফফর রশিদী রেজা ও ৩১ নম্বরে ওয়ার্ডে আরিফ হোসেন মিঠু।

এছাড়া সংরক্ষিত ১ নং ওয়ার্ডে মনিরা আকতার, ২ নং ওয়ার্ডে সাহিদা আকতার, ৩ নং ওয়ার্ডে রাফিজা আকতার, ৪ নং খাদিজা সুলতানা, ৫ নং ওয়ার্ডে মেমরী সুফিয়া রহমান শুনু, ৬ নং ওয়ার্ডে রোজি ইসলাম নদী, ৭ নং ওয়ার্ডে মাহামুদা বেগম, ৮ নং ওয়ার্ডে কনিকা সাহা, ৯ নং ওয়ার্ডে মাজেদা খাতুন ও ১০ নং ওয়ার্ডে জেসমিন পারভীন জলি বিজয়ী হয়েছেন।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক মেয়র নির্বাচিত হয়েছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩