শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে স্বাস্থ্য অধিদফতর অনিবন্ধিত ৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৯ জানুয়ারি সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত স্বাস্থ্য অধিদফতর ও উপজেলা প্রশাসন যৌথভাবে জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ও পৌর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার এ অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানকালে স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় পাঁচ্চর এলাকার মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শাহ নেসার (রহ.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক সেন্টার ও শিবচর পৌর এলাকার কলেজ রোডের শিবচর হেল্থ কেয়ার লি. মি. সিলগালা করে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এর আগে ২৫ জানুয়ারি একই উপজেলার দত্তপাড়ার সূর্য নগর বাজারের সূর্যনগর আল-মদিনা ডায়াগনষ্টিক সেন্টার ও সূর্য নগর খিদমা ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে সারা দেশের ন্যায় শিবচরেও আমাদের অভিযান চলছে। আমরা বারবার সতর্ক করার পরও যে সকল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার নিবন্ধন করেনি সেগুলোকে সিলগালা করে দেয়া হচ্ছে।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান বলেন, অভিযানকালে যে সকল ক্লিনিক ও ডায়াগনষ্টিক সেন্টার সিলগালা করে বন্ধ করা হয়েছে, তাদের স্বাস্থ্য অধিদফতরের কোন লাইসেন্স নেই। এমনকি স্বাস্থ্য অধিদফতরের নিবন্ধনের জন্য তারা অনলাইনে কোন আবেদনও করেনি। এছাড়া অন্যান্য কাগজপত্রেও ত্রুটি রয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available