সিলেট প্রতিনিধি: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ৬ শতাংশ। গত বছরের চেয়ে ফলাফল ২ দশমিক ৭৬ শতাংশ কমেছে।
গত বছর এসএসসিতে পাশের হার ছিলো ৭৮ দশমিক ৮২ শতাংশ। এ বছর ১ লাখ ১০ হাজার ৪১২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। তাদের মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী। পাসকরা শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন ও মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।
এবার জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৫২ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৭০ ও মেয়ে ২ হাজার ৯৮২ জন। গত বছরের চেয়ে ২ হাজার ১১৩টি জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিলো ৭ হাজর ৫৬৫ জন শিক্ষার্থী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available