চুয়াডাঙ্গা (সদর) প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৫০টি ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপন কার্যক্রম শুরু করেছে পুলিশ।
৩ জানুয়ারি বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান।
এ সময় পুলিশ সুপার বলেন, চুয়াডাঙ্গা জেলার গুরুত্বপূর্ণ স্পটগুলোকে নজরদারির আওতায় আনার জন্য জেলা পুলিশের উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনে প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। এখন থেকে শহরের চুরি ডাকাতি নিয়ন্ত্রণসহ জনগণের জানমালের নিরাপত্তায় সিসি ক্যামেরাগুলো প্রহরী হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available